Borson

Borson

recent visitor

Website counter

News

Friday, May 18, 2012

Computer Problem Solve.



আপনার পিসির সমস্যা ও সমাধান
 

আমরা অনেক সময় কম্পিউটারে সামান্য কোনো সমস্যা হলেই সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। আর সেখানে গেলেই দেখা যায় সামান্য একটি সমস্যা কিন্তু তার জন্য আপনাকে প্রায় সময় দিতে হয় সার্ভিস চার্জ।
সমস্যা: যদি সাউন্ড কার্ড ড্রাইভার ইনস্টল না হয়।
সমাধান: প্রথমে দেখুন ড্রাইভারটি ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে সাউন্ড কার্ডটি আলাদা হলে ভাল করে ঝষড়ঃ-এ লাগান কারণ অনেক সময় সাউন্ড কার্ড লুজ কানেকশন থাকলে হার্ডওয়্যার খুঁজে পায় না। যদি তাতে না হয় তাহলে অন্য একটি সাউন্ড কার্ড লাগিয়ে দেখুন।
সমস্যা: যদি অডিও সিডি বাজাতে গেলে সাউন্ড না আসে।
সমাধান: সিডি রম থেকে একটি ক্যাবল সাউন্ড কার্ডের সাথে লাগানো থাকে দেখুন সেটি লাগানো আছে কি না। যদি না থাকে লাগিয়ে দেখুন। প্রয়োজনে উল্টে পাল্টে ভালভাবে লাগিয়ে দেখুন।
সমস্যা: যদি দেখেন সাউন্ডের সময় আলাদা নয়েজ (শব্দ দূষণ) হচ্ছে।
সমাধান: কম্পিউটারের সঠিক ক্ষমতার অভাবে এই সমস্যা হতে পারে। যদি পারেন র্যা মের ক্ষমতা আর একটু বাড়িয়ে দিন। আবার অনেক সময় Power Supply -এর কারণে হয়ে থাকে। সে ক্ষেত্রে সাউন্ড বক্স Power Supply হতে দূরে সরিয়ে রাখুন।
সমস্যা: যদি দেখেন মনিটরের কালার অনেকটা লালচে দেখাচ্ছে।
সমাধান: অনেক সময় সঠিক পাওয়ারের অভাবে এমনটি দেখায়। সেক্ষেত্রে ধরে নিতে হবে যে আপনার বৈদ্যুতিক ভোল্টেজের সমস্যা। এমন হলে ভোল্টেজ বাড়িয়ে দিন।
সমস্যা: অনেক সময় দেখা যায় মনিটর কিছুক্ষণ বন্ধ রাখার পর মনিটর ঘোলাটে হয়ে গেছে অর্থাৎ মনিটরের কোনো লেখা স্পষ্ট দেখাচ্ছে না বরং চোখে ঝাপসা লাগছে।
সমাধান: সেক্ষেত্রে ধরে নিতে হবে যে আপনার মনিটরের প্লাইব্যাকে সমস্যা। আশেপাশের কোন মনিটর সার্ভিসিং-এর দোকানে গিয়ে প্লাইব্যাক পরিবর্তন করে দেখুন।
সমস্যা: যদি সিডি ড্রাইভ সঠিকভাবে কাজ না করে।
সমাধান: প্রথমে দেখুন সিডি ড্রাইভ-এর ক্যাবল মাদারবোর্ডের সাথে সঠিকভাবে লাগানো আছে কি না। যদি থাকে তাহলে দেখুন যে সিডি রম-এর জাম্পার সেটিং ঠিক মত আছে কি না। যদি তাতে না হয় তাহলে নতুন আরেকটি সিডি রম লাগিয়ে দেখুন।
সমস্যা: অনেক সময় দেখা যায় সিডি চালাতে গেলে কম্পিউটার হ্যাং করে।
সমাধান: এ ক্ষেত্রে দুটি সমস্যা হতে পারে। একটি হচ্ছে সিডি রমের সাথে বাস ক্যাবল লুজ কানেকশন থাকতে পারে অথবা অনেক সময় হ্যাং না হয়ে সিডি রান হতে সময় নেয় কিন্তু আমরা বুঝি যে কম্পিউটার হ্যাং হয়ে গেছে। আসলে আপনার সিডি রমটির লেন্স দুর্বল হয়ে গেছে অথবা আপনি যে সিডিটি চালাচ্ছেন তাতে স্ক্র্যাচ পড়ে গেছে।
সমস্যা: যদি দেখেন প্রিন্ট হচ্ছে না।
সমাধান: প্রিন্ট সাধারণত অনেক কারণে হয় না। প্রথমে দেখুন আপনি যে প্রিন্টারটি থেকে প্রিন্ট দিচ্ছেন তা ইনস্টল করা আছে কি না। যদি না থাকে তাহলে ইনস্টল করে নিন। এছাড়া দেখুন যে আপনার প্রিন্ট দেওয়ার সময় সে প্রিন্টারটি সিলেক্ট করা আছে কি না। যদি না থাকে তাহলে সিলেক্ট করে নিন। তাতেও যদি না হয় তাহলে Control Panel -এ গিয়ে চৎরহঃবৎ ধহফ ঋধী নির্বাচন করে ডাবল ক্লিক করে খুলুন। এর মধ্যে আপনার চালু প্রিন্টারের আইকনটি খুলুন। এখানে উপরের দিকে File Menuতে গিয়ে Pause printing লেখাটিতে Sign দেয়া থাকলে তা তুলে দিন।
সমস্যা: যদি দেখেন হঠাৎ করে আপনি যা প্রিন্ট দিচ্ছেন তা না এসে আগে কোনো এক সময় প্রিন্ট দিয়েছিলেন এমন কিছু প্রিন্ট হচ্ছে।
সমাধান: এই অবস্থায় আপনাকে বুঝে নিতে হবে যে আপনার প্রিন্টার আগের যেকোনো কমান্ড বারবার নিচ্ছে। তার কারণ হচ্ছে আগে যেকোনো প্রিন্ট কমান্ড দেওয়া হয়েছে যা Print Failure হয়েছে। এ সমস্যা সমাধান করতে আপনি Control Panel- গিয়ে যে Printerটি Active আছে অর্থাৎ যে প্রিন্টার Iconটির নিচে Ready লেখা আছে তা Open করে উপরের দিকে File Menuতে গিয়ে Cancel All Printing Click করে Yes দিয়ে বের হয়ে আসুন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।
সমস্যা: যদি কখনো দেখেন কম্পিউটার চালু হওয়ার সময় কীবোর্ড ঠিক মত কাজ করে কিন' কম্পিউটার চালু হওয়ার পর কীবোর্ড আর কাজ করে না।
সমাধান: এ সমস্যা হতে পারে দুটি কারণে। একটি হচ্ছে যদি আপনার BIOS Setting -USB Or PS2 Keyboard Disable করে দেওয়া থাকে। যদি তা হয় তাহলে BIOS- গিয়ে Enable করে দিন অথবা বুঝে নিতে হবে যে আপনার কম্পিউটার ভাইরাসের কারণে কীবোর্ডের System File Corrupt হয়ে গেছে। এ অবস্থায় কম্পিউটারটিতে অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করে ফেলুন এবং একটি এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে ভাইরাস দূর করুন।

0 comments:

Post a Comment